মহারাষ্ট্রে একদিনে রেকর্ড ৪৯৪৪৭ জনের করোনা শনাক্ত

ভারতের একটি রেলওয়ে স্টেশনে মাস্ক পরে টিকিটের অপেক্ষায় কয়েকজন শিক্ষার্থী। ছবি: রয়টার্স

ভারতের মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে এবং রাজ্যটিতে প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আজ শনিবার রাজ্যটিতে রেকর্ড ৪৯ হাজার ৪৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এটিই মহারাষ্ট্রে একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। একদিন আগে এখানে শনাক্তের সংখ্যা ছিল ৪৭ হাজার ৮২৭।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়াও, শনিবার মহারাষ্ট্রে করোনায় ২৭৭ জনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর হার এক দশমিক আট আট শতাংশে দাঁড়িয়েছে।

রাজ্য সরকারের সর্বশেষ করোনা বুলেটিন অনুসারে, মহারাষ্ট্রে বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছে ২১,৫৭,১৩৫ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১৮,৯৯৪ জন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago