মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে ১০ সশস্ত্র সংগঠনের সমর্থন
মিয়ানমারে ১০টি শীর্ষ বিদ্রোহী সশস্ত্র সংগঠন দেশটিতে চলমান সেনাবিরোধী বিক্ষোভে তাদের সমর্থন জানিয়েছে।
আজ রোববার ব্যাংকক পোস্ট’র এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল শনিবার মিয়ানমারের ১০টি বিদ্রোহী সংগঠন ভার্চুয়াল বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। তারা বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর নিন্দা করে।
বিদ্রোহী রেস্টোরেশন কাউন্সিল অব শান স্টেট’র নেতা জেনারেল ইয়াউদ সের্ক বলেন, ‘এ ঘটনায় সামরিক বাহিনীর নেতাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’
গত সপ্তাহে জাতিগত বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে সামরিক সরকার এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করার প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর করতে নিরাপত্তারক্ষীদের সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। বিক্ষোভকারীদের ওপরও কোনো সহিংসতা চালানো যাবে না।’
‘আমি বলতে চাই, এই ১০ সংগঠন দৃঢ়ভাবে জনগণের সঙ্গে রয়েছে, যারা দেশে স্বৈরশাসনের অবসান চান,’ যোগ করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ১০ বিদ্রোহী সংগঠন তাদের সমর্থনের কথা ঘোষণা করায় মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ আরও বিস্তার লাভ করতে পারে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে দীর্ঘদিন থেকে সেনাবাহিনীর সঙ্গে জাতিগত বিদ্রোহী সংগঠনগুলোর সংঘাত চলছে। মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্যগুলোর বিস্তৃত এলাকা এসব বিদ্রোহী সংগঠনগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি অং সান সু চি’র নির্বাচিত সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে সেখানে অভ্যুত্থানবিরোধী আন্দোলন করে আসছেন গণতন্ত্রকামীরা।
এর পরিপ্রেক্ষিতে হত্যা, আটক ও নির্যাতনের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করছেন নিরাপত্তারক্ষীরা। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে সেনাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৫৫০ বেশি মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে সেখানকার ২০টির মতো সশস্ত্র সংগঠন সামরিক সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
মিয়ানমারে আজ গুলিতে নিহত ৫, বন্ধ ইন্টারনেট
এবার মিয়ানমারে ‘গেরিলা’ আক্রমণের ডাক
মিয়ানমারে গুলিতে অন্তত ৪৩ শিশু নিহত: সেভ দ্য চিলড্রেন
মিয়ানমারে হত্যাযজ্ঞ বন্ধে নিরাপত্তা পরিষদের উদ্যোগ আহ্বান
চীন-রাশিয়ার বিরোধিতায় আবারও মিয়ানমার নিয়ে বিবৃতি দিতে পারেনি নিরাপত্তা পরিষদ
মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বিবৃতি আটকে দিলো চীন
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান নিরাপত্তা পরিষদকে
বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে: মিয়ানমার সেনাদের হুমকি
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে নিহত ৩ শতাধিক
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত আরও ৯০
সু চির বিরুদ্ধে মিয়ানমার পুলিশের মামলা
মিয়ানমারে আমাদের বিনিয়োগে প্রভাব পড়বে না: জাপান
মিয়ানমারে চীনের বিনিয়োগে বিলম্ব ঝুঁকি
যুক্তরাষ্ট্রের অবরোধ ঝুঁকিতে মিয়ানমার
‘সু চি সরকারের বেশিরভাগ ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই ছিল’
রোহিঙ্গা প্রতিক্রিয়া: সু চি-সেনাবাহিনী একই
অভ্যুত্থান মেনে না নেওয়ার আহ্বান সু চির
যে কারণে সু চিকে সরিয়ে ক্ষমতা নিলো সেনাবাহিনী
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় বিশ্ব সম্প্রদায়
‘নির্বাচনে কারচুপি’র অজুহাতে মিয়ানমার সেনাবাহিনীর অভ্যুত্থান
Comments