বইমেলা চলবে: দুপুর ১২টা থেকে বিকাল ৫টা

Book Fair.jpg
স্টলের সামনে বিভিন্ন বয়সী পাঠকরা ভিড় করেছেন। ছবি: স্টার

লকডাউনে অমর একুশে গ্রন্থমেলা স্থগিত না করে সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী লকডাউনের সময়ে বইমেলা চলবে দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত।

আজ রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতি ও সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২১ এর কার্যক্রম চলমান রাখার জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও, স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ ও জনসমাবেশের ঝুঁকিপূর্ণ যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ মার্চ করোনা সংক্রমণ ঝুঁকির কারণে বইমেলার সময় নির্ধারণ করা হয় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago