মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের তুলশিখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিন যাত্রী।
নিহতদের মধ্যে অটোরিকশা চালক উজ্জ্বল (৪০)কে শনাক্ত করা গেলেও ৪০ ও ৪৫ বছরের দুই জন পুরুষ যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।
আজ রবিবার সকাল ৮টার দিকে কেরাণীগঞ্জগামী একটি সিএনজিকে একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজদিখান থানার উপপরিদর্শক(এসআই) আবদুল করিম। তবে কোন গাড়ি চাপা দিয়েছে সেটি জানা যায়নি।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা দেখতে পায়। পাঁচজন যাত্রী নিয়ে কেরাণিগঞ্জগামী অটোরিকশাটিকে একটি গাড়ি ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
Comments