আজ সন্ধ্যায় মেডিকেলের ভর্তি পরীক্ষার ফল

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে সন্ধ্যা ৭টায় এই ফল প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষার আগে কেন্দ্রের বাইরে সারিবদ্ধ শিক্ষার্থীরা। স্টার ফাইল ছবি

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে সন্ধ্যা ৭টায় এই ফল প্রকাশ করা হবে।

সন্ধ্যায় মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেস ব্রিফিং থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আজ এই তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে।

উল্লেখ্য, দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এছাড়া, আরও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও আট হাজার ৩৪০ জন ভর্তি হতে পারবে।

আরও পড়ুন:

মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্রের বাইরে হাজারো মানুষ

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

3h ago