নোয়াখালীতে কিশোরী ধর্ষণ, কারাগারে ১
নোয়াখালীর সোনাইমুড়ীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ধর্ষণ মামলার আসামি নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল ওই কিশোরী। সেখানে বাড়ির পাশে গোয়ালঘরে আটকে রেখে ধর্ষণ করা হয় তাকে।
আজ এ ঘটনায় মামলার পর আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ঘটনার বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments