রাজশাহী

কালবৈশাখীতে উপড়ে গেছে প্রজাপতি সড়কবাতির খুঁটি

রাজশাহীতে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে রাজশাহী সিটি করপোরেশনের কাশিয়াডাঙ্গা সড়কের প্রজাপতি সড়কবাতিগুলোর অন্তত ৩০টি খুঁটি উপড়ে গেছে।
কালবৈশাখী ঝড়ে রাজশাহী সিটি করপোরেশনের কাশিয়াডাঙ্গা সড়কের প্রজাপতি সড়কবাতির অন্তত ৩০টি খুঁটি উপড়ে গেছে। ছবি: সংগৃহীত

রাজশাহীতে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে রাজশাহী সিটি করপোরেশনের কাশিয়াডাঙ্গা সড়কের প্রজাপতি সড়কবাতিগুলোর অন্তত ৩০টি খুঁটি উপড়ে গেছে।

নগরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আধুনিক সড়কবাতি স্থাপনের মাত্র দেড় মাস পরে এ ঘটনা ঘটল বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কালবৈশাখী ঝড়ে নগরীর শিরোইল সড়কের একটি বড় বিলবোর্ডও উপড়ে গেছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত ভেঙে পড়া বিলবোর্ডটি সরানোর কাজ চলছিল।

পথচারী মো. ফাহাদ ইবনা মাহাফুজ বলেন, ‘একের পর এক খুঁটিগুলো পড়ে যাচ্ছিল। আমাকে যাত্রা বাতিল করতে হয়েছে। আমি এর আগে কখনো এমন দৃশ্য দেখিনি।’

‘ঝড় অনেক শক্তিশালী ছিল। রাস্তার যে অংশে ঝড় বয়ে গেছে কেবল সেখানের খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে,’ বলেন করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রিয়াজত হোসেন।

তিনি আরও বলেন, ‘আমরা খুঁটি স্থাপনে বেসমেন্ট নির্মাণে কোনো দুর্বলতা রাখিনি।’

তিনি জানান, বেসমেন্টটি পাথর দিয়ে তৈরি ছিল এবং কংক্রিট রেডিমিক্স ব্যবহার হয়েছিল।

রাজশাহীর স্থানীয় আবহাওয়া অফিস কালবৈশাখীকে ‘মাঝারি ঝড়’ হিসেবে বর্ণনা করেছে। যা বিকেল চারটা ৫৫ মিনিটে শুরু হয়ে এক ঘণ্টা ৪৫ মিনিট ধরে চার ধাপে প্রবাহিত হয়েছিল।

তারা ঝড়ের সময় সবচেয়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করেছিল ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

করপোরেশন ফেব্রুয়ারির মাঝামাঝিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা যাওয়ার পথে শহরের চার কিলোমিটারে ৩৪৮টি এলইডি লাইটের জন্য মোট ১৭৪টি খুঁটি বসিয়েছিল।

এসব লাইট স্থাপন ও কেনার জন্য ৫.২২ কোটি টাকা ব্যয় করেছিল সিটি করপোরেশন।

ঝড় শেষ হওয়ার পরপরই খুঁটি পুনরুদ্ধার করতে কাজ শুরু করে করপোরেশনের কর্মকর্তারা। তারা আশা করেছেন রাতের মধ্যে সব খুঁটি পুর্নস্থাপন করবেন।

এদিকে, পুঠিয়া ও বাঘা উপজেলায় শিলাবৃষ্টির সঙ্গে ঝড় বয়ে গেছে। এতে আম বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago