ছাত্র ইউনিয়ন সভাপতিকে মারধরের অভিযোগ সিপিবি নেতার বিরুদ্ধে
ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহকে মারধরের অভিযোগ এনে বিচারের দাবিতে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
আজ সোমবার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।
জানা গেছে, ছাত্র ইউনিয়নে কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহকে ডেকে নিয়ে সিপিবি ও হকার্স ইউনিয়নের দুই নেতা মারধর করেছেন৷
গতকাল রাত ৯টার দিকে পল্টনে অমর চাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এ ঘটনা ঘটে।
তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, অবস্থান কর্মসূচি গতকাল রোববার রাত ১১টা থেকে শুরু হয়। তারা সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ঘটনার বিষয়ে লিখিত অভিযোগও দিয়েছেন৷
এ ঘটনায় পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফয়েজ উল্লাহ।
Comments