দ্বিতীয় ডোজের পর্যাপ্ত টিকা রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব

দেশব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে সরকারের পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত রয়েছে এবং আগামী ৮ এপ্রিল থেকে যথাসময়ে দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এই কর্মসূচি নির্ধারিত সময়েই শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী।’
গণভবন থেকে ভার্চ্যুয়ালি এই বৈঠবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। বৈঠকে রমজান মাসে অফিসের সময়-সূচি নির্ধারণ করা হয়।
বৈঠকের সিদ্ধান্তের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। বিচার বিভাগ ও ব্যাংক তাদের নিজেদের সময়-সূচি নির্ধারণ করবে।
বর্তমানে আরোপিত বিধি-নিষেধের সঙ্গে রমজানকালীন এই সময়-সূচি মিলবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলোচনার জন্যে বৃহস্পতিবার বৈঠক করা হবে।
আজ মন্ত্রিপরিষদের বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন-২০২১’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। খসড়ায় এই আইন ভঙ্গকারীদের শাস্তি হিসেবে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
Comments