কুষ্টিয়ায় লকডাউন মানছে না কেউ, জনসচেতনতা তৈরির প্রচেষ্টায় প্রশাসন
কুষ্টিয়া শহরে ঢিলেঢালাভাবেই পার হচ্ছে সরকার-ঘোষিত সাত দিনের লকডাউনের প্রথম দিন। দোকানপাট বন্ধ থাকলেও দোকানের সামনে বা আশেপাশেই চুপচাপ বসে রয়েছেন দোকানের মালিক বা কর্মচারী। পরিস্থিতি বুঝে বন্ধ সাটার খুলে বেচাকেনাও করছেন তারা।
মাইকিং করা ছাড়া সরকার ঘোষিত নির্দেশনা কার্যকরে প্রশাসনের তেমন কোনো ব্যবস্থা চোখে পড়েনি।
সকাল থেকে কয়েকটি রুটে বাস ছেড়ে গেছে। শহরে ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক চলছে আগের মতই।
শহরের পৌরবাজারসহ সবগুলো কাঁচাবাজারে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।
মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে দু-একজন বলেন, মাস্ক পকেটে আছে। বেশি ভিড় দেখলেই পড়বেন।
সরকারি অফিস বন্ধ থাকলেও আদালত পাড়ায় খোলা রয়েছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তবে কঠোর নিয়ম মানা হচ্ছে সেখানে। আজ সোমবার দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০টি মামলার শুনানি হয়েছে বলে জানান আদালতের কর্মচারীরা।
জেলার ছয়টি উপজেলা শহর ও গ্রামাঞ্চলে লকডাউন আরও ঢিলেঢালাভাবে পালন করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক মৃনাল কান্তি দে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা জনগণকে সচেতন করতে সবধরনের ব্যবস্থা নিয়েছি। প্রতিটি এলাকায় মাইকিং করা হচ্ছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধীনে একাধিক টিম মাঠে আছে। তারা কাজ করছেন।’
Comments