খুলনায় লকডাউন অমান্য, ২ জনের কারাদণ্ড
খুলনার পাইকগাছায় লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করায় দুজনকে দুদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার উপজেলার পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুস সামাদ ও আব্বাস আলী। তারা পৌরসভার জিরো পয়েন্ট এলাকার মুদি ব্যবসায়ী।
এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউনের সময় উপজেলার সব দোকানপাট বন্ধ রাখতে বারবার মাইকিং করা হয়েছে। এরপরেও দোকান খুলে তারা জনসমাগম করেন। তাদের দোকান বন্ধ করতে বললে তা মানতে চাননি। তাই দুজনকে দুদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’
Comments