চাঁদপুরে ব্যবসায়ীদের লকডাউনবিরোধী বিক্ষোভ

সাত দিন দোকান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে চাঁদপুরে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। দোকান খুলতে দেওয়ার দাবিতে আজ সকালে চাঁদপুর শহরের শপথ চত্বর ও মুক্তিযোদ্ধা সড়কে বিক্ষোভ করেন হকার্স মার্কেটের প্রায় সাড়ে ৩০০ ব্যবসায়ী। বেলা ১২টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
সাত দিন দোকান বন্ধ রাখার সরকারি নির্দেশনার বিরুদ্ধে চাঁদপুরে হকার্স মার্কেটের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। ছবি: স্টার

সাত দিন দোকান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে চাঁদপুরে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। দোকান খুলতে দেওয়ার দাবিতে আজ সকালে চাঁদপুর শহরের শপথ চত্বর ও মুক্তিযোদ্ধা সড়কে বিক্ষোভ করেন হকার্স মার্কেটের প্রায় সাড়ে ৩০০ ব্যবসায়ী। বেলা ১২টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা বিক্ষোভের কথা জানতে পেরে ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি। তারা যেন আর লকডাউন ভেঙে আন্দোলন করতে না পারে সে জন্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদের সঙ্গে হকার্স মার্কেট নেতাদের সঙ্গে কয়েক দফা বাগবিতণ্ডা চলে। শেষ পর্যন্ত পুলিশ অনড় থাকায় হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনুর অনুরোধে ব্যবসায়ীরা রাস্তা ছেড়ে মার্কেটের ভেতর ঢুকে যায়।

আরও পড়ুন:

বেগমগঞ্জে লকডাউনবিরোধী মিছিল, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় লকডাউন অমান্য, ২ জনের কারাদণ্ড

ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

লকডাউন: রাজশাহীতে দোকান মালিক-কর্মচারীদের বিক্ষোভ

কুষ্টিয়ায় লকডাউন মানছে না কেউ, জনসচেতনতা তৈরির প্রচেষ্টায় প্রশাসন

‘স্বাস্থ্যবিধি মানবো, দোকানপাট খুলবো’ নিউমার্কেট এলাকায় বিক্ষোভ

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago