ভালভ প্রতিস্থাপনের কাজ চলছে

নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ

প্রতীকী ছবি। স্টার ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস ও গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ থাকায় তা মেরামতের কাজ চলছে। এ জন্যে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্ধিরগঞ্জ- গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ থাকায় জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য সমগ্র নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।

ভালভ প্রতিস্থাপন কাজ শেষে যথা শীঘ্রই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

‘ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে’ উল্লেখ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) শফিকুল ইসলাম খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল ১১টায় এ সমস্যা দেখা দিয়েছে। আমরা দ্রুত মেরামতের চেষ্টা করছি।’

আমাদের নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ সংবাদদাতারা জানিয়েছেন, তাদের এলাকায় আজ সকাল থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না।

Comments

The Daily Star  | English
Bangladesh RMG sector

RMG sector on edge as tariff talks make no headway

The diverging outcomes threaten to create a multi-tiered tariff landscape in Asia, placing nations like Bangladesh at a serious disadvantage in the US market.

11h ago