শিরোপা জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী: কোমান
স্প্যানিশ লা লিগার শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা। দুদলের মধ্যে পয়েন্টের ব্যবধান মোটে এক। তিনে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তারা চিরপ্রতিদ্বন্দ্বী কাতালানদের চেয়ে পিছিয়ে কেবল দুই পয়েন্টে। অর্থাৎ তিনটি ক্লাবের সামনেই শিরোপা জয়ের দারুণ সুযোগ। এমন রোমাঞ্চকর পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সুর শোনা গেল বার্সার কোচ রোনাল্ড কোমানের কণ্ঠে।
সোমবার রাতে ঘরের মাঠে কষ্টের জয়ে অ্যাতলেতিকোর আরও কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। পাশাপাশি ফের রিয়ালকে পেছনে ফেলেছে তারা। লিগের ২৯ রাউন্ড শেষে অ্যাতলেতিকোর অর্জন ৬৬ পয়েন্ট, বার্সার ৬৫ ও রিয়ালের ৬৩।
ন্যু ক্যাম্পে রিয়াল ভায়াদোলিদকে বার্সা হারিয়েছে ১-০ গোলে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান গড়ে দেন ওসমান দেম্বেলে। ডান প্রান্ত থেকে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রসে প্রথমে ডি-বক্সের ভেতরে মাথা ছোঁয়ান রোনালদ আরাউহো। এতে বল পেয়ে যান পেছনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। বাঁ পায়ের ভলিতে কাছের পোস্টে সফরকারীদের গোলরক্ষক জর্দি মাসিপকে পরাস্ত করেন তিনি।
কাঙ্ক্ষিত জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলে গণমাধ্যমকে কোমান জানিয়েছেন, লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তারা, ‘আমাদের দলটা ভালোভাবে কাজ করছে। শিরোপা জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তবে আজ (সোমবার) আমরা যেমনটা দেখলাম, প্রতিটি ম্যাচই খুবই কঠিন।’
পরের রাউন্ডে আগামী শনিবার রাতে রিয়ালের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। এই ম্যাচের ফল নিঃসন্দেহে শিরোপা নির্ধারণী লড়াইয়ে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। কোমানের কাছে এবারের এল ক্লাসিকোর গুরুত্ব তাই আগের চেয়ে বেশি, ‘আমি মনে করি, এল ক্লাসিকো সবসময়ই গুরুত্বপূর্ণ। অবশ্যই, পরিস্থিতির কারণে এবারেরটা সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ যেখানে আমরা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ লড়াই করছি শিরোপার জন্য।’
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে নিজেদের মাঠে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরেছিল বার্সা। এবার নিজেদের পক্ষে ফল চাইছেন কোমান, ‘নিঃসন্দেহে বিশ্বের সেরা দুটি ক্লাবের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আর অবশ্যই শিরোপা জয়ের সম্ভাবনা বাড়াতে ফলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
Comments