ফের অস্ত্রোপচার করাতে হলো কৌতিনহোকে

হাঁটুর সমস্যা থেকে মুক্তি পেতে গত জানুয়ারির শুরুতেই অস্ত্রোপচার করানো হয়েছিল বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোর। কিন্তু তাতেও সেরে উঠছিলেন না এ মিডফিল্ডার। তিন মাসের ব্যবধানে ফের অস্ত্রোপচার করাতে হলো এ ব্রাজিলিয়ানকে। নিজের ওয়েবসাইটে এক বিবৃতিতে সোমবার বিষয়টি জানিয়েছে বার্সেলোনা।
ছবি: সংগৃহীত

হাঁটুর সমস্যা থেকে মুক্তি পেতে গত জানুয়ারির শুরুতেই অস্ত্রোপচার করানো হয়েছিল বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোর। কিন্তু তাতেও সেরে উঠছিলেন না এ মিডফিল্ডার। তিন মাসের ব্যবধানে ফের অস্ত্রোপচার করাতে হলো এ ব্রাজিলিয়ানকে। নিজের ওয়েবসাইটে এক বিবৃতিতে সোমবার বিষয়টি জানিয়েছে বার্সেলোনা।

গত ২৯ ডিসেম্বর লা লিগার ম্যাচে এইবারের বিপক্ষে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন কৌতিনহো। সে ম্যাচে যদিও মূল একাদশে ছিলেন না তিনি। দ্বিতীয়ার্ধে মিরালেম পিয়ানিচের জায়গায় বদলী নেমে শেষ পর্যন্ত খেলতে পারেননি। এরপর ২ জানুয়ারি ছুরিকাঁচির নিচে যেতে হয় তাকে। ধারণা করা হয়েছিল তিন মাসের মধ্যেই মাঠে ফিরবেন। কিন্তু চোট সেরে না ওঠায় আবারও অস্ত্রোপচার করাতে হলো তাকে।

হাঁটুর অবস্থার উন্নতি না হওয়ায় সপ্তাহ দুই আগে কাতারে যান কৌতিনহো। তখনই জানা যায় আবার অস্ত্রোপচার করাতে হবে তাকে। এরপর গত সপ্তাহে ব্রাজিলে যান এ তারকা। সেখানে বেলো হরিজন্তের একটি ক্লিনিকে অধীনে তার দ্বিতীয় অস্ত্রোপচারটি করেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

এদিকে অস্ত্রোপচারের বিষয়টি জানালেও কবে নাগাদ মাঠে ফিরবেন কৌতিনহো তা জানায়নি বার্সেলোনা। তবে চলতি মৌসুমে যে আর ফেরার সম্ভাবনা নেই তা অনেকটাই নিশ্চিত।

বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই সুখে নেই কৌতিনহো। গত মৌসুমে ধারে বায়ার্ন মিউনিখে খেলার পর এবার বার্সায় ফিরে দারুণ শুরু করেছিলেন। কিন্তু এরপর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছন্দপতন হয়। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর ফিরলেও আবারও ইনজুরিতে পড়ে মৌসুমই শেষ হয়ে গেল তার। সব মিলিয়ে এ মৌসুমে ১৪ ম্যাচে মাঠে ছিলেন তিনি। তাতে ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন এ ব্রাজিলিয়ান।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago