ঢাকা, চট্টগ্রামসহ ১১ সিটি করপোরেশন এলাকায় কাল থেকে গণপরিবহন চলবে
ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার সড়কে আগামীকাল থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে।
তবে দুরপাল্লার গণপরিবহন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যথারীতি বন্ধ থাকবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বিকেলে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এই কথা জানান।
তিনি জানান, প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। অর্ধেক আসন খালি রেখে আগের দেওয়া নির্দেশনা অনুযায়ী ভাড়া নির্ধারিত থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকার কথা জানান ওবায়দুল কাদের।
গত মাসের শুরুর থেকে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ ১১ দফা নির্দেশনা দিয়ে ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধসহ বিভিন্ন বিধিনিষেধ ঘোষণা করেছিল। শহরের ভেতরে চলা বাস, অটোরিকশার সঙ্গে তখন নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইটও স্থগিতের কথা ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
লকডাউনের ঘোষণায় ঢাকার বাস টার্মিনালগুলোতে ভিড়
গণপরিবহন বন্ধ, বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া
রাজশাহীর বেশিরভাগ দোকান খোলা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অপেক্ষায় মানুষের ভিড়
বাসে আসন সংকট, অতিরিক্ত ভাড়া সিএনজি-রিকশায়
Comments