করোনায় আক্রান্ত ক্যাটরিনা
করোনা যেন বলিউড তারকাদের পিছু ছাড়ছে না। এবার বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ করোনায় আক্রান্ত হয়েছেন।
ক্যাটরিনা নিজে তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্ত এবং অনুসারীদের এ তথ্য জানান।
ক্যাটরিনা জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং হোম কোয়ারেন্টিনে আছেন।
এরআগে, বলিউড অভিনেতা ভিকি কৌশল করোনায় আক্রান্ত হন। বলিপাড়ায় ক্যাটরিনা ও ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন আছে।
ইনস্টাগ্রামের স্টোরিতে একটি নোট শেয়ার করে ক্যাটরিনা লেখেন, ‘আমি কোভিড-১৯ ইতিবাচক শনাক্ত হয়েছি। আমি সবার থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছি এবং আমার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সব প্রোটোকল অনুসরণ করছি।’
তিনি আরও বলেন, ‘যারা আমার সংস্পর্শে এসেছে তাদের সবাইকে অনুরোধ করছি নমুনা পরীক্ষার জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। দয়া করে নিরাপদে থাকুন এবং নিজের যত্ন নিন।’
Comments