ঢাকা-দোহা রুটে বিমানের ৪ ফ্লাইটের তারিখ পরিবর্তন

ঢাকা-দোহা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এপ্রিল মাসের চারটি ফ্লাইটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
biman bangladesh
ছবি: সংগৃহীত

ঢাকা-দোহা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এপ্রিল মাসের চারটি ফ্লাইটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

আগামী ৫, ৯, ১৪ ও ১৯ এপ্রিলের ফ্লাইটগুলো যথাক্রমে ৭, ১২, ১৬, ও ২১ এপ্রিল পরিচালিত হবে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এতে বলা হয়, বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদেরকে পরবর্তী ফ্লাইটগুলোতে রি-বুকিং করছে বিমান।

রি-বুকিং করা যাত্রীদেরকে হোটেল বুকিং হালনাগাদ করতে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

হোটেল বুকিং হালনাগাদ না করে কেউ ফ্লাইটে উঠতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান অফিস অথবা বিমান কল সেন্টার নম্বরে (০১৯৯০৯৯৭৯৯৭) যোগাযোগ করতে অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets cabinet nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

52m ago