ঢাকা-দোহা রুটে বিমানের ৪ ফ্লাইটের তারিখ পরিবর্তন
ঢাকা-দোহা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এপ্রিল মাসের চারটি ফ্লাইটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
আগামী ৫, ৯, ১৪ ও ১৯ এপ্রিলের ফ্লাইটগুলো যথাক্রমে ৭, ১২, ১৬, ও ২১ এপ্রিল পরিচালিত হবে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতে বলা হয়, বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদেরকে পরবর্তী ফ্লাইটগুলোতে রি-বুকিং করছে বিমান।
রি-বুকিং করা যাত্রীদেরকে হোটেল বুকিং হালনাগাদ করতে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
হোটেল বুকিং হালনাগাদ না করে কেউ ফ্লাইটে উঠতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান অফিস অথবা বিমান কল সেন্টার নম্বরে (০১৯৯০৯৯৭৯৯৭) যোগাযোগ করতে অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ।
Comments