করোনাভাইরাস

একদিনে মৃত্যু ৪ হাজারের বেশি, আগের সব রেকর্ড ভাঙল ব্রাজিল

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজারের বেশি মানুষ। অতীতের সব রেকর্ড ভেঙে এটিই এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ নিয়ে যাচ্ছেন স্বজনরা। ৬ এপ্রিল ২০২১। ছবি: রয়টার্স

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজারের বেশি মানুষ। অতীতের সব রেকর্ড ভেঙে এটিই এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে মৃত্যুর যে সর্বোচ্চ রেকর্ড ছিল, ব্রাজিল খুব দ্রুতই সেটি ছাড়িয়ে যাবে।

দুই বিশেষজ্ঞ রয়টার্সকে জানান, ব্রাজিলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাওয়ায় জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ হলেও দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে।

ব্রাজিলের হাসপাতালগুলোতে রোগীদের উপচেপড়া ভিড়ের কারণে স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে।

ব্রাজিলের চিকিৎসক ও ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিগুয়েল নিকোলিস বলেন, ‘এটি একটি পারমাণবিক চুল্লির মতো, যা ইতোমধ্যেই চেইন প্রতিক্রিয়া করতে শুরু করেছে ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটি একটি বায়োলজিক্যাল ফুকুশিমা।’

গতকাল মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় চার হাজার ১৯৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা গেছেন পাঁচ লাখ ৫৬ হাজার ৫০৯ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ ব্রাজিলে। দেশটিতে করোনায় মারা গেছেন তিন লাখ ৩৬ হাজার ৯৪৭ জন।

রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী, ভ্যাকসিন কর্মসূচি যুক্তরাষ্ট্রে সংক্রমণ কমালেও ব্রাজিল এখন মহামরির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন গোটা বিশ্বে করোনায় মারা যাওয়া প্রতি চার জনের মধ্যে একজন ব্রাজিলের।

করোনভাইরাস মহামারিতে নিজ সরকারের অব্যবস্থাপনা নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। অর্থনৈতিক হুমকির কথা বিবেচনা করে মহামারি মোকাবিলায় তিনি তেমন কোনো ব্যবস্থা নেননি।

ভ্যাকসিন নিয়ে অবৈজ্ঞানিক মন্তব্য করেও সমালোচিত হয়েছেন তিনি। অবৈজ্ঞানিক চিকিত্সাব্যবস্থাকে সমর্থন করেও কথা বলেছিলেন বলসোনারো।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago