সাভারে দোকান মালিক-কর্মচারীদের বিক্ষোভ
লকডাউনে সীমিত পরিসরে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের দোকান মালিক-কর্মচারীরা।
আজ বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তারা ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান মালিক-কর্মচারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে মহাসড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সেসময় রোগীবহনকারী অ্যাম্বুলেন্সও মহাসড়কে আটকে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যায়।
বিক্ষোভকারী দোকান মালিক ও কর্মচারীরা জানান, গত বছরের লকডাউনে তাদের যে ক্ষতি হয়েছে, সেটাই এখনো কাটিয়ে ওঠা যায়নি। ব্যবসার এই মৌসুমে যদি দোকান বন্ধ থাকে, তাহলে তাদের অনেক লোকসান হয়ে যাবে। তাই তাদের দাবি সীমিত আকারে, স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখা। সরকার এই দাবি মেনে নিবে বলেই তারা প্রত্যাশা করছেন বলেও জানান।
তারা আরও বলেন, ‘গতকালও আমরা দাবি আদায়ে বিক্ষোভ করেছি। সরকার আমাদের দাবি মেনে না নিলে পুনরায় আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব।’
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দোকান মালিক-কর্মচারীরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি।’
Comments