চট্টগ্রামে হেফাজতের হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সমর্থকদের হামলায় আহত আওয়ামী লীগের নেতা চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন। নিহত মো. মুহিবুল্লাহ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন কমিটি আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন।
CTG Map
স্টার অনলাইন গ্রাফিক্স

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সমর্থকদের হামলায় আহত আওয়ামী লীগের নেতা চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন। নিহত মো. মুহিবুল্লাহ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন কমিটি আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন।

ঘটনা সম্পর্কে রাঙ্গুনিয়া উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মামুনুল গ্রেপ্তার হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় কোদালা ইউনিয়নে হেফাজতের সঙ্গে বিএনপি-জামায়াতের লোকজন ধারালো অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করে। যে রাস্তা দিয়ে মিছিল যাচ্ছিল ওই রাস্তায় তখন আরও দুই জন আওয়ামী লীগ কর্মীর সঙ্গে যাচ্ছিলেন মুহিবুল্লাহ। হেফাজতের লোকজন সেখানেই তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম শহরে একটি হাসপাতালে ভর্তি করার পর গত রাত সাড়ে ১২টায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মুহিবুল্লাহ মারা যান।

যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি দ্য ডেইলি স্টারকে বলেন, ওই হামলার ঘটনায় শনিবার হওয়া মামলায় ৬৪ জন অভিযুক্তের মধ্যে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English

No decision on AL independents yet: Quader

Many BNP leaders are taking part in the election because they don't want to support BNP's negative politics, says AL spokesperson

48m ago