সিরাজদিখানে ১৪৪ ধারা জারি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় হেফাজতের ডাকা সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে কুচিয়ামোড়া কলেজ মাঠ প্রাঙ্গণে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় হেফাজতের ডাকা সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে কুচিয়ামোড়া কলেজ মাঠ প্রাঙ্গণে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ বুধবার দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ও করোনা সংক্রমণ রোধের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএনও বলেন, 'হেফাজতে ইসলামের মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণের আয়োজনে প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জনগণের জানমালের ক্ষতির সম্ভাবনা আছে। সমাবেশটির কোন অনুমোদন নেই, যার প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।'

বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ, নিমতলা বাসস্ট্যাণ্ড, কুচিয়ামোড়া ইসলামপুর কবরস্থান এলাকার আশেপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানান তিনি।

ইউএনও ফয়েজুল ইসলাম আরও জানান, এসব স্থানে সভা-সমাবেশ, মিছিল, র‍্যালি, বিক্ষোভ, মাইকিং ও লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

যোগাযোগ করা হলে হেফাজতে ইসলামের সিরাজদিখান উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ কাশেমী জানান, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচার বিভাগীয় তদন্তের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ ও ঢাকা দক্ষিণ।

এতে হেফাজতের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা ছিল বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago