জুভেন্টাসকে জয়ে ফেরালেন রোনালদো-দিবালা

ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।
ronaldo
ছবি: টুইটার

দুই ম্যাচ পর ইতালিয়ান সিরি আতে জয়ের দেখা পেল জুভেন্টাস। জমজমাট লড়াইয়ে নাপোলিকে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো তারা। তুরিনের বুড়িদের পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও পাওলো দিবালা।

বুধবার রাতে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা। আলিয়াঞ্জ স্টেডিয়ামে নাপোলির হয়ে শেষদিকে পেনাল্টি থেকে ব্যবধান কমান লরেঞ্জো ইনসিনিয়ে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুবর্ণ সুযোগ নষ্ট করেন রোনালদো। ডান প্রান্ত থেকে দানিলোর ক্রসে ঠিকমতো হেড করতে ব্যর্থ হন তিনি। তবে পর্তুগিজ ফরোয়ার্ডকে আক্ষেপে পুড়তে হয়নি বেশিক্ষণ। ১৩তম মিনিটে ফেদেরিকো চিয়েসার বাড়ানো বল গড়ানো শটে জালে পাঠান তিনি। চলমান সিরি আতে ২৬ ম্যাচে রোনালদোর এটি ২৫ নম্বর গোল। আসরের গোলদাতাদের তালিকায় তিনি আছেন শীর্ষে।

৩৭তম মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর জোরালো শট লুফে নেন নাপোলির গোলরক্ষক অ্যালেক্স মেরেত। তিন মিনিট পর ইনসিনিয়ের দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে সমতায় ফেরা হয়নি অতিথিদের। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জুভরা।

৪৮তম মিনিটে নাপোলির আরেকটি সুযোগ ব্যর্থতায় বিলীন হয়। ইনসিনিয়ের পাসে জিওভান্নি দি লরেঞ্জোর শট ঝাঁপিয়ে রুখে দেন স্বাগতিকদের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ফিরতি বলে দিয়েগো দেমের শট লক্ষ্যে থাকেনি। পাঁচ মিনিট পর আলভারো মোরাতার পাসে কুয়াদ্রাদোর শট মেরেতকে পরীক্ষায় ফেলতে পারেনি।

dybala
ছবি: টুইটার

৭১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফাবিয়ানের নেওয়া শট ফাঁকি দিতে পারেনি বুফনকে। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন জুভদের আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। হাঁটুর চোট কাটিয়ে তিন মাস পর মাঠে ফেরার তিন মিনিটের মধ্যে উল্লাসে মাতেন তিনি। রদ্রিগো বেন্তানকুরের পাসে বাঁ পায়ের কোণাকুণি শটে জাল খুঁজে নেন তিনি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করেন ইনসিনিয়ে। ভিক্তর ওসিমেন ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি। তবে জিওর্জিয়ো চিয়েলিনির ওই ভুলের পরও পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুভরা।

২৯ ম্যাচে ১৭ জয় ও আট ড্রয়ে জুভেন্টাসের অর্জন ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে তাদের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে এসি মিলান আছে দুইয়ে। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২৯ ম্যাচে ৭১। রাতের অন্য ম্যাচে সাসুয়েলোকে তারা হারিয়েছে একই ব্যবধানে।

সিরি আর পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ার লড়াইয়ে আছে আরও চারটি দল। আতালান্তার পয়েন্ট ৫৮, নাপোলির ৫৬, লাৎসিওর ৫২ ও এএস রোমার ৫১।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago