স্বাস্থ্যবিধি মানার শর্তে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালুর দাবি

চালকের মতো যাত্রীর মাথায় মানসম্মত হেলমেট নিশ্চিত করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
ছবি: স্টার ফাইল ফটো

চালকের মতো যাত্রীর মাথায় মানসম্মত হেলমেট নিশ্চিত করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে তিনি জানিয়েছেন, যানজট, গণপরিবহন সংকটসহ নানা কারণে জরুরি যাতায়াতের প্রয়োজনে যাত্রীদের কাছে জনপ্রিয় এই বাহনটি করোনা সংকটে বন্ধ করে দেওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন।

তার মতে, অন্যান্য গণপরিবহনের চেয়ে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ হলেও সরকারের সিদ্ধান্তে এটি বন্ধ থাকায় যাত্রীদের পাশাপাশি এই পেশার চালকেরা অর্থ সংকটে পড়েছেন।

তিনি বলেন, ‘গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানানো কঠিন হলেও মোটরসাইকেলের ক্ষেত্রে এটি মানানো অনেক সহজ। তাই জরুরি ভিত্তিতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালুর দাবি জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, রাজধানী ঢাকাসহ সারাদেশে যানজট, গণপরিবহন সংকট, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য ও যাত্রী সেবার মান তলানিতে পৌঁছানোয় সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে মোটরসাইকেলে রাইড শেয়ারিং চালু হলেও বর্তমানে প্রায় পাঁচ লাখের বেশি মানুষের জীবিকার একমাত্র উৎস হিসেবে এটি প্রতিষ্ঠা পেয়েছে।

এছাড়াও প্রায় ১২ লাখ বাইকার রাইড শেয়ারিংয়ের মাধ্যমে স্বাভাবিক সময়ে সারা দেশে প্রতিদিন প্রায় ৫০ লাখ ট্রিপ যাত্রী পরিবহন করছে।

Comments

The Daily Star  | English

Election code breakers go unpunished

Election code violations are rampant ahead of the January 7 election, but the Election Commission has yet to take any punitive action against the rule breakers.

14h ago