জেনারেল আজিজ আহমেদের কাছে এক লাখ ডোজ টিকা হস্তান্তর করলেন ভারতের সেনাপ্রধান

বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে এক লাখ ডোজ টিকা হস্তান্তর করেন ভারতের সেনাপ্রধান এম এম নরভানে। ছবি: আইএসপিআর

ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নরভানে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এক লাখ ডোজ করোনার টিকা হস্তান্তর করেছেন।

আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেনাসদরে ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নরভানে এ ভ্যাকসিন হস্তান্তর করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ৫ দিনের সফরে বাংলাদেশে ভারতের সেনাপ্রধান

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt bans activities of AL until ICT trial completion

A gazette notification was issued in this regard by Public Security Division of the home ministry

2h ago