ফারুকের অবস্থা আগের চেয়ে ভালো, গুজবে পরিবারের উষ্মা

আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: স্টার

সিঙ্গাপুরে চিকিৎসাধীন নায়ক সংসদ সদস্য ফারুকের শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো গুজবে উষ্মা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। ফারুকের ছেলে বলেছেন, আজ তার বাবার অবস্থা আগের চেয়ে ভালো।

সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান ফারুক টেলিফোনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় দ্য ডেইলি স্টারকে বললেন, ‘আপনাদের মিয়াভাই বেঁচে আছেন। কে বা কারা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে দেয়। এটা আমাদের জন্য খুবই দুঃখের, এমনটা হওয়া উচিত নয়।’

ফারুকের ছেলে রোশন হোসেন শরৎ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দ্য ডেইলি স্টার অনলাইনকে, ‘এমন আশঙ্কাই করছিলাম। হয়তো বাবার এমন খবর কেউ ছড়িয়ে দেবে। আজ বিকালে বাবার সঙ্গে কথা হয়েছে, ভালো আছে তিনি। এখন তার অবস্থা আগের চেয়ে ভালো।’

ফারুক মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২১ মার্চ থেকে আইসিইউতে আছেন তিনি। গতকাল তার ছেলে বলেন, ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন বাবা। চিকিৎসকরা আশাবাদী হয়ে উঠেছেন। আমর ডাকেও সাড়া দিয়েছেন।’

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।  তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

আরও পড়ুন:

‘বাবা বলে ডাকতেই সাড়া দিয়েছেন’

নায়ক ফারুক আইসিইউতে অচেতন, দোয়া চাইলেন ছেলে

অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের অবস্থা আশঙ্কাজনক, সিঙ্গাপুরে নেওয়ার চিন্তা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নায়ক ফারুক

নায়ক ফারুকের কী অসুখ জানা গেলোসিঙ্গাপুরে কোয়ারেন্টিনে থেকে নায়ক ফারুকের চিকিৎসা শুরু

হাসপাতাল ছেড়ে হোটেলে উঠলেন ফারুক

আগামীকাল দেশে ফিরছেন নায়ক ফারুক

করোনা আক্রান্ত নায়ক ফারুক হাসপাতালে ভর্তি

হাসপাতাল ছেড়েছেন নায়ক ফারুক

Comments

The Daily Star  | English

Five arrested in Chattogram for repackaging stolen phones with altered IMEI

A team of CMP also recovered 342 stolen mobile phones of various brands, six laptops, and a large amount of cash

16m ago