করোনাভাইরাস

মৃত্যু ২৯ লাখ ছাড়াল, আক্রান্ত ১৩ কোটি ৩৮ লাখের বেশি

ব্রাজিলে ভ্যাকসিন কর্মসূচি চলছে। ৭ এপ্রিল ২০২১। ছবি: রয়টার্স

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইউরোপের অধিকাংশ দেশসহ বেশ কয়েকটি দেশে সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন ২৯ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩৮ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাত কোটি সাড়ে ৬০ লাখ মানুষ।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সকাল সোয়া ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩৮ লাখ আট হাজার ১৬১ জন এবং মারা গেছেন ২৯ লাখ এক হাজার ৭২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪২৪ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১০ লাখ এক হাজার ৬৩৬ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬০ হাজার ৯০ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩২ লাখ ৭৯ হাজার ৮৫৭ জন, মারা গেছেন তিন লাখ ৪৫ হাজার ২৫ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৪৩৪ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৯ লাখ ২৮ হাজার ৫৭৪ জন, মারা গেছেন এক লাখ ৬৬ হাজার ৮৬২ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৯৩ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ ছয় হাজার ১৪৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৬৭ হাজার ১৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৫ হাজার ২৪৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন নয় হাজার ৫২১ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৬৫ হাজার ৩০ জন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

38m ago