সেরা মেসিকে চাই, সেরা বার্সাকেও: কোমান

বরাবরই এল ক্লাসিকোর ম্যাচ অনন্য গুরুত্ব বহন করে স্প্যানিশ ফুটবলে। তবে এবার যেন এ লড়াইয়ের গুরুত্ব আরও বেড়ে গেছে। এ ম্যাচ জিতলে লা লিগা শিরোপার দিকে অনেকটাই এগিয়ে যাওয়া যাবে। আর হারলে টিকে থাকা মুশকিল। এমন ম্যাচে স্বাভাবিকভাবেই দলের সেরা তারকা লিওনেল মেসির দিকে তাকিয়ে আছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। পাশাপাশি সেরা বার্সেলোনা দলকেও দেখতে চান তিনি।
ছবি: সংগৃহীত

বরাবরই এল ক্লাসিকোর ম্যাচ অনন্য গুরুত্ব বহন করে স্প্যানিশ ফুটবলে। তবে এবার যেন এ লড়াইয়ের গুরুত্ব আরও বেড়ে গেছে। এ ম্যাচ জিতলে লা লিগা শিরোপার দিকে অনেকটাই এগিয়ে যাওয়া যাবে। আর হারলে টিকে থাকা মুশকিল। এমন ম্যাচে স্বাভাবিকভাবেই দলের সেরা তারকা লিওনেল মেসির দিকে তাকিয়ে আছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। পাশাপাশি সেরা বার্সেলোনা দলকেও দেখতে চান তিনি।

মূলত গত রাউন্ডে সেভিয়ার কাছে অ্যাতলেতিকো মাদ্রিদের হারেই জমে উঠেছে লা লিগা। মাদ্রিদের এ দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। দৌড়ে আছে রিয়াল মাদ্রিদও। আর এ কারণেই এবারের এল ক্লাসিকোর গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। ২৯ রাউন্ড শেষে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পেছনেই আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট।

এমন ম্যাচের আগে অবশ্য দুই দলই বেশ ছন্দে রয়েছে। চলতি বছরে তো এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেনি বার্সেলোনা। শেষ হারের গত ডিসেম্বরের শুরুতে। তবে দারুণ ছন্দে আছে রিয়াল মাদ্রিদও। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে লিভারপুলের বিপক্ষে হেসেখেলেই জয় পেয়েছে দলটি। তাই যতই বছর জুড়ে অপরাজিত থাকুক বার্সা, রিয়ালকে হারাতে বেগ পেতে হবে তাদের। তার উপর ঘরের মাঠে গত এল ক্লাসিকোর দুঃস্মৃতি তো রয়েছেই।

তবে এমন ম্যাচে যদি নিজের সেরাটা উপহার দিতে পারেন মেসি তাহলে কাজ অনেকটাই সহজ জয়ে যাবে বার্সেলোনার। তবে তার সঙ্গে দলের বাকী খেলোয়াড়দের জ্বলে ওঠার অপেক্ষায় কোচ কোমান। কারণ মেসি সেরাটা দিতে পারলেও সতীর্থদের সাহায্য না পেলে রিয়ালের মতো দলের বিপক্ষে জয় পাওয়া সহজ নয় তা জানেন এ ডাচ কোচ, 'আশা করছি মেসিই পার্থক্য গড়ে দিবে। আমরা সেরা মেসিকে চাই তবে পাশাপাশি সেরা বার্সাকেও চাই। আমাদের লিওকে প্রয়োজন।'

মূলত মেসিদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে তরুণদেরও জ্বলে ওঠার অপেক্ষায় আছেন এ কোচ, 'এ ধরণের ম্যাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিজ্ঞ খেলোয়াড়দের এগিয়ে আসা। তবে তরুণদেরও এগিয়ে আসতে হবে এ ধরণের অভিজ্ঞতা পেতে। তরুণরা দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সাহায্য করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

3h ago