গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৩টি বাস
গাজীপুরে আগুনে পুড়ে গেছে পার্কিং করে রাখা আন্তঃজেলা পরিবহনের তিনটি যাত্রীবাহী বাস। তবে, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরে, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন কে চৌধুরী ফিলিং স্টেশনের প্লাটফর্মে প্রতি রাতে আন্তঃজেলা সার্ভিসের বিভিন্ন বাসসহ একাধিক গাড়ি পার্কিং করে রাখা হয়। বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে সেখানে পার্কিং করে রাখা ঢাকা-ময়মনসিংহ রুটের শ্যামলী বাংলা সার্ভিসের একটি বাসে হঠাৎ আগুন লাগে। আগুনের তাপে বাসের কাঁচ ভেঙ্গে গেলে পাশেই পার্কিং করে রাখা এনা পরিবহনের অপর দুটি বাসেও আগুন ছড়িয়ে যায়।
তিনি জানান, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ওই তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ওসি কামরুল ফারুক আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি নাশকতার ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে। গাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট বা গাড়ির ভিতর শ্রমিকদের ব্যবহৃত মশার কয়েল থেকে আগুন লাগার সম্ভাবনা আছে।
সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বাসন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।
Comments