নারায়ণগঞ্জে চিকিৎসকসহ ৮ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত
নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালের (৩০০ শয্যা হাসপাতাল) চিকিৎসক, নার্সসহ আট স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই নিজ বাসায় আইসোলেশনে আছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত কয়েকদিনে একজন মেডিকেল অফিসার, পাঁচ জন নার্স ও দুই জন ওয়ার্ডবয়ের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই নিজ বাসায় আইসোলেশনে আছেন। আমরা তাদের খোঁজখবর রাখছি। আশা করছি শিগগির তারা সুস্থ হয়ে উঠবেন।’
কীভাবে তারা আক্রান্ত হলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়দের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী পিপিই আছে। মূলত করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে কোনোভাবে আক্রান্ত হয়েছেন।’
নারায়ণগঞ্জ জেলায় এ পর্যন্ত ৯১ হাজার ৬৪৩ জনের নমুনা সংগ্রহ করে ১১ হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন নয় হাজার ৩১১ জন ও মারা গেছেন ১৮১ জন।
Comments