আগামী ২ বছরের মধ্যে মিয়ানমারে নির্বাচন হবে: সামরিক সরকার

আগামী দুই বছরের মধ্যে মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিতের কথা জানিয়েছে ক্ষমতাসীন সামরিক সরকার।
Zaw Min Tun.jpg
মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন। ছবি: রয়টার্স

আগামী দুই বছরের মধ্যে মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিতের কথা জানিয়েছে ক্ষমতাসীন সামরিক সরকার।

রয়টার্স জানায়, আজ শুক্রবার প্রথমবারের মতো দুই বছরের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমারের সেনা সরকার।

দেশটিতে গত নভেম্বরে নির্বাচনে জালিয়াতির দাবি করে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেনাবিরোধী বিক্ষোভ জোরালো হওয়ার পর সামরিক সরকারের পক্ষ থেকে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হলেও, এর আগে কোনো সময়সীমা জানানো হয়নি। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার বাগো শহরে সেনাবিরোধী বিক্ষোভকারীদের ওপর রাইফেল গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মরদেহ স্তূপাকারে প্যাগোডাতে রাখা হয়।

মিয়ানমার নাও নিউজের খবরে বলা হয়েছে, শুক্রবার বিক্ষোভে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। অনেকেই আহত হয়েছেন। প্যাগোডার কাছাকাছি এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছিল বলে মরদেহের সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি।

শুক্রবার সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন রাজধানী নেপিদোয় এক সংবাদ সম্মেলনে জানান, মিয়ানমার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। শিগগিরই সরকারি মন্ত্রণালয় ও ব্যাংকগুলো তাদের সম্পূর্ণ কার্যক্রম শুরু করবে।

সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে লাগাতার বিক্ষোভ ও ব্যাপক ধর্মঘটের কারণে সব কিছু স্থবির হয়ে পড়েছে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এপিপিপি) জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তা বাহিনী হামলায় ৪৮ শিশুসহ অন্তত ৬১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া, দেশটিতে ২ হাজার ৮০০ জনেরও বেশি আটক আছেন।

সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন, ‘যারা শান্তি চান, তাদের সহযোগিতার কারণে বিক্ষোভ থামানো হয়েছে। তাদের মতামতকে আমরা মূল্য দেই। আমরা সবাইকে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।’

দেশটিতে বিক্ষোভকারীদের দমাতে সামরিক অস্ত্র ব্যবহারের খবরকে অস্বীকার করেছেন তিনি। তিনি জানান, ২৪৮ জন নিহত হয়েছেন। ১৬ জন পুলিশও মারা গেছেন।

জাও মিন তুন আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু সদস্য সামরিক সরকারকে স্বীকৃতি দেয়নি, এটি একটি ভুয়া খবর। আমরা বিদেশি দেশগুলোকে সহযোগিতা করছি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করছি।’

আরও পড়ুন:

ভারতে আশ্রয় প্রার্থনা মিয়ানমারের ৬ এমপিসহ ১৮ শ জনের

মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ, নিহত ১১

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে ১০ সশস্ত্র সংগঠনের সমর্থন

এবার মিয়ানমারে ‘গেরিলা’ আক্রমণের ডাক

মিয়ানমারে হত্যাযজ্ঞ বন্ধে নিরাপত্তা পরিষদের উদ্যোগ আহ্বান

চীন-রাশিয়ার বিরোধিতায় আবারও মিয়ানমার নিয়ে বিবৃতি দিতে পারেনি নিরাপত্তা পরিষদ

মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বিবৃতি আটকে দিলো চীন

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান নিরাপত্তা পরিষদকে

সু চি ‘সুস্থ’ আছেন: আইনজীবী

বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে: মিয়ানমার সেনাদের হুমকি

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে নিহত ৩ শতাধিক

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত আরও ৯০

সু চির বিরুদ্ধে মিয়ানমার পুলিশের মামলা

মিয়ানমারে আমাদের বিনিয়োগে প্রভাব পড়বে না: জাপান

মিয়ানমারে চীনের বিনিয়োগে বিলম্ব ঝুঁকি

যুক্তরাষ্ট্রের অবরোধ ঝুঁকিতে মিয়ানমার

‘সু চি সরকারের বেশিরভাগ ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই ছিল’

রোহিঙ্গা প্রতিক্রিয়া: সু চি-সেনাবাহিনী একই

মিয়ানমার: ১৯৪৮ থেকে ২০২১

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

28m ago