করোনাভাইরাস

মৃত্যু ২৯ লাখ ১৪ হাজার, আক্রান্ত প্রায় সাড়ে ১৩ কোটি

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইউরোপের অধিকাংশ দেশসহ বেশ কয়েকটি দেশে সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন ২৯ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৬৪ লাখের বেশি মানুষ।
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইউরোপের অধিকাংশ দেশসহ বেশ কয়েকটি দেশে সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন ২৯ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৬৪ লাখের বেশি মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৮৯৫ জন এবং মারা গেছেন ২৯ লাখ ১৪ হাজার ৪৩১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৬৪ লাখ ২১ হাজার ৯৭৬ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১০ লাখ ৮২ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬১ হাজার ৫২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ১৭৪ জন, মারা গেছেন তিন লাখ ৪৮ হাজার ৭১৮ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৭ লাখ ১৫ হাজার ৬০০ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩২ লাখ পাঁচ হাজার ৯২৬ জন, মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ১৯ লাখ ৯০ হাজার ৮৫৯ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ সাত হাজার ২০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৭২ হাজার ৬৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৫ হাজার ২৪৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন নয় হাজার ৫৮৪ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।

Comments

The Daily Star  | English

Metro rail services resume 11 hours after suspension at Agargaon-Motijheel

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

Now