করোনায় আক্রান্ত আকরাম খান
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তার কোভিড-১৯ পরীক্ষায় ফল পজিটিভ এসেছে।
কিছু উপসর্গ নিয়ে আক্রান্ত হলেও এমনিতে সুস্থ আছেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ খেলা নিশ্চিত করে দেওয়া এই নায়ক। গণমাধ্যমকে আকরাম জানান, ঠাণ্ডা ও গলা ব্যথাজনিত সমস্যা থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি, ‘আমার কিছু উপসর্গ ছিল, তার কোভিড-১৯ পরীক্ষা করাই, তাতে ফল পজিটিভ এসেছে।’
আক্রান্ত আকরাম নিজ বাসাতেই আইসোলেশনে থাকবেন। পরিবারের বাকি সদস্যদেরও কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
প্রসঙ্গত, মার্চ মাস থেকেই দেশে আবার করোনায় প্রকোপ বাড়তে থাকে। এপ্রিলে তা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে থাকলে দেশব্যাপী চলছে লকডাউন। ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের পরিকল্পনা আছে সরকারের।
Comments