সাংবাদিক হাসান শাহরিয়ার মারা গেছেন
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার (৭৬) মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
তিনি জানান, গত ৮ এপ্রিল হাসান শাহরিয়ারকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কয়েক ঘণ্টা পরই তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তার মধ্যে শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ ছিল।
‘চিকিৎসকরা তার চিকিৎসার জন্যে একটি ইনজেকশন প্রেসক্রাইব করেছিল। কিন্তু, কোথাও সেটি খুঁজে পাওয়া যায়নি’, যোগ করেন ফরিদা ইয়াসমিন।
Comments