ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আ. লীগ নেতা আটক

জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানার বাসা থেকে হাসান আলী (৪৫) নামে স্থানীয় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে খানকা শরিফসংলগ্ন নারায়ণপুর এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান। তিনি জানান, আটক মাসুদ রানা গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক। তার বাড়ির টয়লেট থেকেই ঝুলন্ত অবস্থায় হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হাসান জেলা শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্টেশন এলাকায় জুতার ব্যবসা করতেন।

‘আওয়ামী লীগ নেতা মাসুদের বাড়ির টয়লেটে ব্যবসায়ী হাসানের মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বেলা ১২টার দিকে আমরা ‍ঝুলন্ত মরদেহটি উদ্ধার করি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্যে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’, যোগ করেন ওসি।

পুলিশ জানায়, নিহত ব্যবসায়ীর পরিবারের দাবি, মাসুদের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন হাসান। ঋণের টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় মাসুদ তাকে হত্যা করেছে।

সূত্র জানায়, মাসুদের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে তা সময়মতো পরিশোধ করতে পারেননি হাসান। পরে, গত ফেব্রুয়ারিতে মাসুদ তাকে নিজ বাড়িতে ধরে নিয়ে গিয়ে কয়েকদিন আটকে রাখেন। এরপর পুলিশ হাসানকে মাসুদের বাড়ি থেকে উদ্ধার করে। তাদের মধ্যে সমঝোতা করিয়ে দিতে সদর থানায় বৈঠকও হয়েছিল।

গাইবান্ধা সদর সার্কেলের পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস জিকু ডেইলি স্টারকে বলেন, ‘এটি হত্যা না আত্মহত্যা, তদন্তের পর তা বলা যাবে।’

নিহত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন ওসি মো. মাহফুজার রহমান।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago