উত্তর প্রদেশে ট্রাক খাদে পড়ে নিহত ১০, আহত ৪০

ভারতের উত্তর প্রদেশের ইটাওয়া জেলায় একটি ট্রাক ৩৫ ফুট গভীর খাদে পড়ে ১০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনা
স্টার অনলাইন গ্রাফিক্স

ভারতের উত্তর প্রদেশের ইটাওয়া জেলায় একটি ট্রাক ৩৫ ফুট গভীর খাদে পড়ে ১০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

আজ শনিবার বারপুরা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে

অতিরিক্ত পুলিশ সুপার (শহর) প্রশান্ত কুমার প্রসাদ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। একটি উপত্যকা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।’

পুলিশের পিআরওকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। আহতদের ইটাওয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হবে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রূপি সহায়তার ঘোষণা দিয়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ইটাওয়ার এসএসপি ব্রিজেশ কুমার সিং জানিয়েছেন, বিকেল চারটার দিকে উদি চাকারনগর সড়কে দুর্ঘটনাটি ঘটে।

সিং বলেন, ‘ট্রাকটি আগ্রা থেকে ইটাওয়ার লাখনা এলাকায় অবস্থিত একটি মন্দিরে পতাকা দিতে যাচ্ছিল। পথে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago