খালেদা জিয়া করোনা পজিটিভ, জানেন না মহাসচিব ও ব্যক্তিগত চিকিৎসক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।
আইসিডিডিআর,বি-তে পরীক্ষার জন্য গতকাল শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়।
নমুনা পরীক্ষার রিপোর্টে দেখা যায় তার করোনা পজিটিভ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি এখনও বিষয়টি নিশ্চিত নই। মিডিয়া থেকে খবর পাচ্ছি। নিশ্চিত হয়ে জানাবো।’
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুনের সঙ্গে কথা বলে জেনেছি এটা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। করোনা পজিটিভের বিষয়টি আমাদের এখনো জানা নেই।’
খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসক ডা. মামুন বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গতকাল তার রক্তের নমুনা নেওয়া হয়েছে। রক্ত নেওয়ার সময় আমি উপস্থিত ছিলাম। আমি উপস্থিত থাকাকালীন কোভিড পরীক্ষার কথা আলোচনা হয়নি।’
Comments