রেফারিং নিয়ে বার্সা কোচের অভিযোগে কান দিচ্ছেন না জিদান
‘আমি অবশ্যই মনে করি, আমাদের পেনাল্টি পাওয়া উচিত ছিল। কেন ভিএআর ব্যবহার করা হয়নি তা আমি জানি না। সেখানে লাইন্সম্যান ছিল। তার উচিত ছিল (রেফারিকে) সাহায্য করা। সম্ভবত বাকি সবাই-ই মনে করছে এটা পেনাল্টি ছিল।’
রুদ্ধশ্বাস লড়াইয়ে হারার পর সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। কেন তিনি এমন ক্ষুব্ধ? ৮৩তম মিনিটে মার্টিন ব্র্যাথওয়েট ডি-বক্সে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফারলান্দ মেন্দির ছোঁয়ায় পড়ে গিয়েছিলেন। তবে রেফারি হেসুস গিল মানজানো পেনাল্টির জোরালো আবেদনে সাড়া দেননি। দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিট সময় যোগ করা নিয়েও প্রশ্ন তোলেন বার্সা কোচ।
রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য মাথা ঘামাতে রাজী নন রেফারিং নিয়ে কোমানের অভিযোগে। আর তা চাইবেন-ই কেন! শনিবার রাতে বার্সাকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তার দল। চলতি আসরে দুটি ক্লাসিকোতেই জিতল লস ব্লাঙ্কোসরা। ২০০৭-০৮ মৌসুমের পর এমন ঘটনা ঘটল প্রথমবার।
কোমানের দাবি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘বরাবরের মতো ব্যাখ্যা করার বিষয়টি সবার জন্য উন্মুক্ত। এটা পেনাল্টি ছিল কিনা তা নিয়ে প্রত্যেকে নিজস্ব মতামত দিতে পারেন।... তবে আমরা শুধু রেফারিদের নিয়েই কথা বলতে পারি না। আমরা নিজেদের মতো করে একটি ম্যাচ খেলেছি এবং জয়টা আমাদের জন্য জরুরি ছিল।’
গোলপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে ৩৪ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যেতে পারত রিয়াল। দ্বিতীয়ার্ধে তাদের আরও একটি প্রচেষ্টা একই কারণে নষ্ট হয়। শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট পাওয়ায় তৃপ্তি ঝরে বিশ্বকাপজয়ী সাবেক এই ফরাসি ফুটবলারের কণ্ঠে, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি জয় এবং আমরা আমাদের কাজটি ঠিকমতো করেছি। যদিও আরও আগেই খেলার ফল নির্ধারণ করে দেওয়ার মতো অনেক সুযোগ আমরা পেয়েছিলাম।’
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে জিদানের মূল্যায়ন, ‘বার্সেলোনা খুব ভালো একটি দল। আমরা তাদের বিপক্ষে আমাদের নিজস্ব খেলা খেলতে পেরেছি এবং প্রায় পুরোটা সময় এগিয়ে ছিলাম। সেকারণে আমরা ভীষণ খুশি হতে পারি।’
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে করিম বেনজেমার গোলে ১৩তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ১৫ মিনিট পর স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। বিরতির পর সফরকারী বার্সার একমাত্র গোলটি করেন অস্কার মিনগেজা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাসেমিরো লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে খেলা শেষ করতে হয় রিয়ালকে।
উল্লেখ্য, রেফারি মানজানোকে নিয়ে বার্সার অভিযোগ বেশ পুরোনো। গত বছর তার বিরুদ্ধে একবার লিখিত অভিযোগও করেছিল কাতালানরা। এবার শুরুতে অবশ্য ক্লাসিকো পরিচালনার দায়িত্বে ছিলেন না মানজানো। পেশির চোটে মাতেউ লাহজ ছিটকে যাওয়ায় তাকে বেছে নেওয়া হয়।
Comments