বাবরের কাছ থেকে কোহলিকে শেখার পরামর্শ আকিবের
নিঃসন্দেহে বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। পরিসংখ্যানই তার হয়ে কথা বলে। কিন্তু সে খেলোয়াড়কে পাকিস্তানী অধিনায়ক বাবর আজমের কাছ থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন স্বদেশী সাবেক পেসার আকিব জাভেদ। কোহলির দুর্বল জায়গাগুলো পাকিস্তান অধিনায়কের কাছ থেকে শুধরে নেওয়ার পরামর্শ দেন তিনি।
তবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাঠে অফস্টাম্পের আশেপাশে বল যদি সুইং করে তাতে ভুগতে দেখা গেছে কোহলি। বিশেষ করে ইংল্যান্ড সফরে ভারতীয় অধিনায়ককে নাস্তানুবাদ করে ছেড়েছেন জেমস অ্যান্ডারসন ও তার সতীর্থ পেসাররা। অন্যদিকে অফস্টাম্পের পাশে বল সুইং করলেও খুব একটা সমস্যায় পড়তে হয় না বাবরকে। খুব ভালোভাবেই তা নিয়ন্ত্রণ করেন। কোহলির এই দুর্বল জায়গাই বাবরের কাছ থেকে শিখে নিতে বলেছেন আকিব।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একটি সাক্ষাৎকারে সময়ের সেরা এ দুই তারকাকে নিয়ে এ সাবেক পেসার বলেছেন, 'বাবর আজমের তুলনায় বিরাট কোহলির হাতে আরও বেশি শট রয়েছে। তবে তার একটা দুর্বলতাও রয়েছে। অফস্টাম্পের চারপাশে বল যদি সুইং করে যেমন ইংল্যান্ডের (জেমস) অ্যান্ডারসনের বলে সে ফাঁদে পড়ে যায়। আপনি যখন বাবরের দিকে তাকাবেন, আপনি তার কোনো দুর্বল দিক দেখতে পাবেন না। ঠিক যেমন, (শচিন) টেন্ডুলকারেরও কোনো দুর্বল দিক ছিল না। বাবর টেকনিক্যালি অনেক বেশি সুরক্ষিত।'
আর এ কারণে অফস্টাম্পের আশেপাশে বল সুইং করলে তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা বাবরের কাছ থেকে কোহলিকে শিখে নেওয়ার পরামর্শ দেন আকিব। পাশাপাশি বাবরকে কোহলির ফিটনেস রুটিন অনুসরণ করার কথা বলেন তিনি, 'বাবর যদি কোহলির ফিটনেস রুটিন অনুসরণ করে তাহলে সে আরও উন্নত খেলোয়াড় হয়ে উঠতে পারবে। আর বাবরের টেকনিক দেখে কোহলি নিজেকে উন্নত করতে পারে যাতে সে ফাঁদে না পড়ে।'
সবমিলিয়ে বাবরের উচ্ছ্বসিত প্রশংসাই করেন এ পাকিস্তানী, 'গত দু-তিন বছরে বাবর আজমই পাকিস্তানের ব্যাটিংয়ের ৫০ শতাংশ। আমি কখনই ভাবিনি যে ও এতো ধারাবাহিক হবে এবং এমনকি (ওয়ানডে র্যাঙ্কিংয়ে) বিরাট কোহলিকেও ছাড়িয়ে যাবে। পাকিস্তানের ভাগ্য খুবই ভালো যে দল যখন সংগ্রাম করছিল তখন ও এসেছে এবং একাই দলকে সঠিক পথে রাখছে। এমনকি, অধিনায়কত্ব তার ছন্দকে প্রভাবিত করেনি।'
Comments