চট্টগ্রামে হেলে পড়া ভবনটি ভাঙার প্রক্রিয়া শুরু

বন্দরনগরী চট্টগ্রামে শনিবার রাতে হেলে পড়া পাঁচতলা ভবনটি ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ রবিবার কোতওয়ালি থানার ওসি নেজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
এনায়েতবাজারের গোয়ালপাড়ায় হেলা পড়া পাঁচতলা ভবন। ছবি: রাজীব রায়হান

বন্দরনগরী চট্টগ্রামে শনিবার রাতে হেলে পড়া পাঁচতলা ভবনটি ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ রবিবার কোতওয়ালি থানার ওসি নেজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ভবনটির দরজা ও জানালা সরিয়ে ফেলা হচ্ছে।’

এর আগে, বিকেলে নগরীর এনায়েতবাজারের গোয়ালপাড়ায় হেলা ভবনটি পরিদর্শন করেন সিডিএ’র প্রধান নগর পরিকল্পনাকারী শাহিনুল ইসলাম খান।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সিডিএ’র অনুমোদিত পরিকল্পনা লঙ্ঘন করে পাঁচতলা ভবনটি নির্মিত হয়েছে। আমরা ১৯৯৬ সালে এর নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছিলাম। কিন্তু, এটি প্রায় পাঁচ বছর পরে নির্মিত হয়েছিল। এছাড়া নকশার কাঠামোয় ত্রুটি আছে।’

অনুমোদিত ভবনগুলো যথাযথভাবে নির্মাণ করা হচ্ছে কিনা তা সিডিএ কেন পর্যবেক্ষণ করেনি এমন প্রশ্নের জবাবে শাহিনুল জানান, সিডিএ পরিকল্পনা অনুমোদনের তিন বছরের মধ্যে নির্মাণের শর্তসহ এক বছরে ২,৫০০ কাঠামোর অনুমোদন দিয়ে থাকে।

তিনি আরও বলেন, ‘তিন বছর ধরে একটি কাঠামো অনুসরণ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সিডিএ-র ৪.৫ লাখ অনুমোদিত কাঠামো আছে, এগুলোর সব কি পর্যবেক্ষণ করা সম্ভব?’

এই ভবনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি জানান, এর দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

Comments

The Daily Star  | English

Bangladesh’s exports slip 6.05% in November

Exports from Bangladesh declined 6.05 percent year-on-year to $4.78 billion in November amid a continued slowdown in readymade garment shipments, official figures showed today

14m ago