নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২
নারায়ণগঞ্জ শহরের একটি বহুতল ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছের। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রেসিডেন্ট রোডের জিএম গার্ডেন আবাসিক ভবনের নয় তলার রান্না ঘরে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ভবনের দারোয়ান উজ্জ্বল ও মানিক। তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ঢাকায় রেফার্ড করেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’
ভবনের বাসিন্দা সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলার সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল দ্য ডেইলি স্টারকে বলেন, আহতদের শরীরের অনুমানিক ৫০ ভাগ পুড়ে গেছে।
Comments