ঢাকা ছাড়ছেন মানুষ, পাটুরিয়ায় যাত্রী-পণ্যবাহী গাড়ির চাপ

পাটুরিয়ায় গাড়ির দীর্ঘ সাড়ি। ছবি: স্টার

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে বেড়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ। করোনার সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্যে দেশে কঠোর বিধি-নিষেধ আরোপের ঘোষণার পর থেকেই রাজধানী ঢাকা ছাড়ছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পাটুরিয়া ঘাট পুলিশ কন্ট্রোল রুমের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ কামাল উদ্দিন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘাটে ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সাড়ি। সকাল থেকেই শত শত প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেলে করে যাত্রীরা ঢাকা, সাভার, নবীনগর থেকে পাটুরিয়া ঘাটে আসেন। ফলে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। বেলা দেড়টার দিকে তিন শতাধিক ছোট গাড়ি ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়েছে।

ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের সংবাদদাতা জানান, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে যাত্রীরা প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেলে করে পাটুরিয়া ঘাটে আসছেন।

ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘সকালে ছোট গাড়ির চাপ থাকায় ট্রাক পারাপার বন্ধ রাখা হয়। দেড়টার পর থেকে ট্রাকসহ সব গাড়ি পারাপার শুরু হয়। এখন চাপ কিছুটা কম রয়েছে। তবে, এই চাপ আবারও বাড়বে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘বর্তমানে ১৪টি ফেরি চালু আছে। ফেরি পারাপারে সমস্যা হচ্ছে না।’

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago