কক্সবাজারে গৃহবধূকে গুলি করে হত্যা, আটক ২
কক্সবাজারের পেকুয়া উপজেলায় শেলী আক্তার (৩৬) নামের এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সেসময় আরও দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সোমবার ভোররাত ২টার দিকে পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনায় এ ঘটনা ঘটে।
নিহত শেলী আক্তার ওই এলাকার ব্যবসায়ী ফরিদুল আলমের স্ত্রী।
আহত সাইফুল ইসলাম (৩২) ও শাকিবকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহামুদুল করিম ও মুফিজুর রহমান নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নিহত গৃহবধূর ছেলে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের ১০ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান ডেইলি স্টারকে জানিয়েছে, ‘আজ ভোররাত ২টার দিকে এলাকায় নুরুল ইসলামের জমিতে একই এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলেরা রাতের আঁধারে ঘর তৈরি করতে যায়। সেসময় ঘটনাস্থলের পাশে আমাদের টিনের বাড়িতে সন্ত্রাসীরা ঢিল ছোড়ে।’
‘গভীর রাতে টিনের চালে ঢিল ছোড়ার কারণ জানতে বের হন পরিবারের সদস্যরা। তখন সন্ত্রাসীরা গোলাগুলি শুরু করলে মা ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেছেন, ‘মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহামুদুল করিম ও মুফিজুর রহমান নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
Comments