আজিজুল হক ইসলামাবাদীর ৭ দিনের রিমান্ড
রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাশ চন্দ্র অধিকারীর আদালত তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন। পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল র্যাব ও ডিবি পুলিশের একটি দল যৌথভাবে চট্টগ্রামের হাটহাজারি থানার বালুচড়া এলাকা থেকে আজিজুল হক ইসলামাবাদীকে আটক করে। এরপর পল্টন থানায় করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৩ সালের ৫ মে অবরোধ কর্মসূচির নামে হেফাজতে ইসলাম লাঠি ও অস্ত্র নিয়ে মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন থানা এলাকায় যানবাহন ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মতিঝিল ও পল্টন থানায় কয়েকটি মামলা দায়ের করা হয়। আজিজুল হক ইসলামাবাদী ওই মামলাগুলোর এজাহারভুক্ত আসামি।
আরও পড়ুন:
পল্টন থানায় মামলা: হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী গ্রেপ্তার
২৬ মার্চের সহিংসতা: হেফাজত নেতা মামুনুল হকের নামে মামলা
ফেসবুক লাইভে মামুনুলের পক্ষে সাফাই, কুষ্টিয়ায় এএসআই প্রত্যাহার
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ: ঢামেকে চিকিৎসা নিয়েছেন ১৪৮ জন
Comments