১৩, ১৪ এপ্রিল কুয়ালালামপুর ও রিয়াদ ফ্লাইটের সময় পরিবর্তন

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে সব যাত্রীবাহী বিমান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে সব যাত্রীবাহী বিমান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে ১৩ এপ্রিলের কুয়ালালামপুর-ঢাকা বিজি০৮৭ ফ্লাইট ও ১৪ এপ্রিলের ঢাকা-রিয়াদের বিজি৪০৩৯ ফ্লাইট নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নতুন সময় অনুযায়ী, ঢাকা-কুয়ালালামপুর বিজি০৮৬ ফ্লাইট ১৩ এপ্রিল দুপুর ২টায় ঢাকা থেকে ছেড়ে যাবে।

কুয়ালালামপুর-ঢাকা বিজি ০৮৭ ফ্লাইট ১৩ এপ্রিল রাত ৯টায় কুয়ালালামপুর থেকে ছাড়বে।

ঢাকা-রিয়াদ বিজি ৪০৩৯এ ফ্লাইট ১৩ এপ্রিল রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।

এসব ফ্লাইটের যাত্রীদের নতুন সময়সূচি অনুযায়ী অন্তত ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory be worthwhile for the Awami League?

10h ago