বাঘের আক্রমণের ২ দিন পর মিলল মৌয়ালের দেহাবশেষ
সুন্দরবনের খুলনা রেঞ্জের আওয়াতাধীন এলাকায় সিরাজুল ইসলাম (৫০) নামে এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছেন।
আক্রমণের দুইদিন পর সোমবার বিকেলে নিহতের দেহাবশেষ খুঁজে পেয়েছেন স্বজনরা। সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সিরাজুল কয়রা সদর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত আদম আলী সরদারের ছেলে।
স্থানীয় আশিকুজ্জামান আশিক যিনি সুন্দরবন উপকূল অঞ্চলে বাঘ বিধবাদের নিয়ে কাজ করছেন, দ্য ডেইলি স্টারকে বলেন, দুইদিন ধরে সুন্দরবনে খোঁজাখুঁজি পর নিহত ব্যক্তির দেহের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছে স্বজনরা।
তিন সন্তানের জনক সিরাজুল দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। তার ছোট ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বাঘের হামলায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হতদরিদ্র পরিবারটি এখন অকুল পাথারে।
Comments