প্যারিসে হাসপাতালের বাইরে গুলি, নিহত ১
প্যারিসে এক বেসরকারি হাসপাতালের বাইরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন এক নারী।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে।
পুলিশের বরাত দিয়ে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী ব্যক্তি গুলি চালানোর পর মোটরসাইকেলে পালিয়ে যায়।
শহরের সিক্সটিনথ ডিসট্রিক্ট এলাকায় রেডক্রস পরিচালিত একটি বেসরকারি হাসপাতালের সামনে তিনি বেশ কয়েকটি গুলি ছোড়েন।
দমকল বাহিনীর সূত্র জানিয়েছে, ‘এতে একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।’
প্রথমে আহত অবস্থায় দুই জনকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে একজন মারা যান।
আহত নারী হাসপাতালটির একজন নিরাপত্তা কর্মী। এই হাসপাতালে করোনার টিকা কেন্দ্র রয়েছে।
আক্রমণকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Comments