পাটুরিয়ায় ফেরি পারের অপেক্ষায় ৭ শতাধিক গাড়ি

মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক ছোট গাড়ি ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাক। ১৩ এপ্রিল ২০২১। ছবি: স্টার

মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক ছোট গাড়ি ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

ঢাকা-পাটুরিয়া মহাসড়ক দিয়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি-চালিত অটো রিকশা, মোটরসাইকেলে যাত্রীরা ঢাকা, সাভার, নবীনগর ও অন্যান্য এলাকা থেকে পাটুরিয়াঘাটে আসছে বিপুল সংখ্যক যাত্রী।

শত শত জরুরি পণ্যবাহী ট্রাকও আসছে পাটুরিয়াঘাটে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পাঁচ শতাধিক ছোট গাড়ি ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা যায়।

ছোট গাড়ির চালক ও যাত্রীরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, পাটুরিয়াঘাটে এসে তাদেরকে চার-পাঁচ ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।

পাটুরিয়াঘাট পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের ট্রাফিক সার্জেন্ট গোলজার হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘আগামীকাল ১৪ এপ্রিল থেকে কঠোরভাবে লকডাউন পালনের ঘোষণার পর থেকেই পাটুরিয়াঘাটের দিকে বিভিন্ন ধরনের ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী গাড়ির চাপ বেড়ে গেছে।’

পাঁচ শতাধিক ছোট গাড়ি ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে আটকা পড়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, ‘তবে, আটকে পড়া গাড়িগুলোকে সুশৃঙ্খলভাবে পার করা হচ্ছে।’

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘এখন ১৪টি ফেরি চালু আছে। ফেরি পারাপারে কোনো সমস্যা হচ্ছে না।’

Comments

The Daily Star  | English

Intense traffic grips Dhaka as polytechnic students block Satrasta Mor

Hundreds of students gathered in the intersection around 11:30am, said a traffic sergeant of the area.

1h ago