আমি সবসময় খেতে পাই, মরিনহোকে সুলশারের ছেলের খোঁচা
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ তেমন ভাবে জমে ওঠেনি। প্রায় একপেশে লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে ম্যানচেস্টার সিটি। তবে বরাবরের মতো জমজমাট বিনোদন দিয়েই যাচ্ছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও বর্তমান টটেনহ্যাম হটস্পার্সের কোচ জোসে মরিনহো। মাঠে না পারলেও সংবাদ সম্মেলনে ম্যানইউ কোচ ওলে গানার সুলশারকে দারুণ জবাব দিয়েছেন তিনি। তবে এবার তাকে পাল্টা জবা দিয়েছেন সুলশারের ছেলে নোয়াহ সুলশার।
রোববার রাতে স্পার্সের মাঠে তাদের ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউ। অথচ আগে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। তবে এর আগে একবার লক্ষ্যভেদ করেছিল ম্যানইউ। কিন্তু ভিএআরে বাতিল হয় সে গোল। রিপ্লেতে দেখা যায় বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় স্কট ম্যাকটমিনির হাত হালকাভাবে সন হিউং-মিনের মুখে লাগে। সঙ্গেসঙ্গেই লুটিয়ে পড়েন সন। সব আলোচনা সমালোচনার সূত্রপাত এ ঘটনা থেকেই।
এ ঘটনাটি স্বাভাবিকভাবেই পছন্দ হয়নি ইউনাইটেড কোচের। যে কারণে বাতিল হয়ে যায় প্রথম গোল। এরপর সংবাদ সম্মেলনে সনকে উদ্দেশ্য করে সুলশার বলেছিলেন, 'যদি আমার ছেলে এভাবে তিন মিনিট ধরে পড়ে থাকতো এবং তাকে তুলতে ১০ জন সতীর্থের সাহায্য লাগতো, হ্যাঁ, তাহলে সে কোনো খাবার পেতো না।'
সুলশারের এ মন্তব্য সংবাদ সম্মেলনে জানানো হয় মরিনহোকে। ম্যানইউ কোচকে মোক্ষম খোঁচা মেরে এ পর্তুগিজ কোচ বলেন, 'সনি খুবই ভাগ্যবান যে তার বাবা ওলের চেয়ে ভালো মানুষ। কারণ একজন বাবা হিসেবে আপনার সন্তানদের সবসময়ই খেতে দিতে হবে। তারা যা কিছুই করুক না কেন। যদি আপনার সন্তানদের জন্য আপনার খাবার চুরি করতে হয়, আপনি করবেন। আমি খুবই হতাশ। আমাদের পর্তুগালে বলে থাকে, রুটি রুটিই এবং পনির পনিরই হয়ে থাকে। আমি এরমধ্যেই ওলেকে বলেছি আমি তার মন্তব্যে কি চিন্তা করছি।'
বাবাকে এমন কড়া ভাষায় খোঁচা মারার ব্যাপারটা ভালো লাগেনি সুলশারের ছেলের। স্থানীয় সংবাদমাধ্যম তিদেন্স ক্রাভকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'হ্যাঁ, আমি রোববার এটা দেখে অনেক হেসেছি। আমি সবসময়ই খেতে পাই। আমি সবাইকে এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি। যেভাবে সন পড়েছিল এভাবে আমি কখনোই পড়ে থাকিনি। তারা যে হেরেছে এই ব্যাপার থেকে নিজেদের ফোকাসটা সরাতেই হয়তো এমন কথা বলেছেন মরিনহো।'
Comments