নেইমারের কণ্ঠে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের সুর
নেইমারের পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন ওঠে কিছুদিন পরপরই। বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) তিনি খুশি নন বলে খবর বেরোয় আন্তর্জাতিক গণমাধ্যমে। এতে লিওনেল মেসির সঙ্গে আবার তার জুটি বাধার স্বপ্ন দেখতে শুরু করেন অনেক ভক্ত-সমর্থক। তবে এই ব্রাজিলিয়ান তারকার সবশেষ মন্তব্য নিঃসন্দেহে হতাশ করবে বার্সা সংশ্লিষ্টদের।
২৯ বছর বয়সী নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে আগামী ২০২২ সাল পর্যন্ত। মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখকে ছিটকে দিয়ে ফরাসি ক্লাবটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে টানা দ্বিতীয়বারের মতো পা রাখে। পরে নেইমারের কাছে জানতে চাওয়া হয় চুক্তি নবায়নের বিষয়ে। তিনি পিএসজিকে ‘নিজের বাড়ির মতো’ উল্লেখ করে দেন ইতিবাচক জবাব।
ইএসপিএন ব্রাজিলের কাছে এই ফরোয়ার্ড বলেন, ‘এটা (চুক্তি নবায়ন) নিয়ে এখন আর কোনো সমস্যা নেই। অবশ্যই আমি পিএসজিতে আরামে আছি। এখানে থাকার অনুভূতি নিজের বাড়িতে থাকার মতো। আমি আগের চেয়ে এখন অনেক বেশি খুশি।’
কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে জিতেও শেষরক্ষা হয়নি গত আসরের চ্যাম্পিয়ন বায়ার্নের। পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে ১-০ গোলের জয় পেলেও অ্যাওয়ে গোলের হিসাবনিকাশে কপাল পোড়ে বাভারিয়ানদের। প্রথম লেগে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় প্যারিসিয়ানদের কাছে ৩-২ গোলে হেরেছিল তারা। ফলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় সেমিতে ওঠেন নেইমার-কিলিয়ান এমবাপেরা।
নেইমারের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আশার আলো না হয় দেখতে পাচ্ছে পিএসজি, কিন্তু এমবাপের ক্ষেত্রে? তাছাড়া, এই ফরাসি স্ট্রাইকারকে পেতে ভীষণ আগ্রহী স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। তবে পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি দুজনকেই ধরে রাখতে আশাবাদী।
আরএমসি স্পোর্টকে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগসহ সম্ভাব্য সকল শিরোপা জেতার জন্য আমরা এই ক্লাবের পেছনে বিপুল পরিমাণ অর্থ ঢেলেছি। নেইমার ও কিলিয়ানের (দল) ছেড়ে যাওয়ার কারণ আমি দেখি না। যেকোনো টুর্নামেন্টে জিততে যা যা দরকার, সব আমাদের আছে।’
পিএসজি ইউরোপের সেরা ক্লাবগুলোর মানে উন্নীত হয়েছে বলেও মতো খেলাইফির, ‘এখন আমাদের সেরা মানের একটি দল রয়েছে। বাকি ক্লাবগুলোর প্রতি সম্মান রেখেই বলছি, আমরা এখন তাদের কাতারে পৌঁছে গেছি। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এটা এখনও শেষ হয়নি। আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারণ, চ্যাম্পিয়ন্স লিগ এখনও শেষ হয়ে যায়নি।’
Comments